স্বাস্থ্য অধিদপ্তরে দুদকের টিম

বণিক বার্তা অনলাইন

স্বাস্থ‌্য অধিদপ্তরে রিজেন্ট হাসপাতাল সম্পর্কিত কিছু নথির তথ্য পর্যালোচনায় গিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম। আজ রোববার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দুদক কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীকির নেতৃত্বে দুদক টিম স্বাস্থ্য অধিদপ্তরে পৌঁছায়।

দুদক সূত্রে জানা গেছে, আলোচিত রিজেন্ট হাসপাতালের অনিয়মের বিষয়ে বেশ কিছু নথি চেয়েছিল দুদক। সেগুলোর বিষয়ে খোঁজখবর নিতেই টিমটি আজ স্বাস্থ্য অধিদপ্তরে যায়।

জানা গেছে, দুদকের অনুসন্ধানী টিম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সঙ্গেও কথা বলেছেন।

প্রায় এক ঘণ্টা পরে বিকাল সাড়ে ৩টার দিকে দুদকের স্বাস্থ্য ভবন থেকে বের হন। এসময় সাংবাদিকদের দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দীকি বলেন, ‘রিজেন্ট হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি কীভাবে হলো —সেটার নথিপত্র নিতে এসেছিলাম। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে কথা হয়েছে। তিনি আগামীকাল নথিপত্র পৌঁছে দেয়ার কথা বলেছেন।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন