যুক্তরাষ্ট্রে মার্সিডিজ-বেঞ্জ সেডান তৈরি করবে না ডেইমলার

প্রান্তিক ক্ষতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মেক্সিকোয় মার্সিডিজ-বেঞ্জ সেডান তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছে গাড়ি নির্মাতা কোম্পানি ডেইমলার। সিদ্ধান্ত অনুযায়ী, জার্মানিভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানিটি অ্যালাবামায় আর মার্সিডিজ-বেঞ্জ সি-ক্লাস সেডান উৎপাদন করবে না। এখন থেকে সেখানে শুধু এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) মডেল তৈরি করা হবে। এছাড়া মেক্সিকোর আগুয়াস্কালিয়েন্তসেও আর মার্সিডিজ-বেঞ্জ সি-ক্লাস সেডান উৎপাদন করবে না ডেইমলার। এর বদলে এখানকার কারখানায় উন্নত নতুন এসইউভি মডেল জিএলবি উৎপাদনে মনোযোগ দেয়া হবে। ডেইমলার জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির পরিচালন ক্ষতি হয়েছে ১৬৮ কোটি ইউরো। অবস্থায় ব্যয়সংকোচনের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল ডেইমলারের শেয়ারদর বেড়েছে দশমিক শতাংশ। কিন্তু লকডাউনসহ বিবিধ কারণে চাহিদায় পতনের কারণে কোম্পানিটির মার্সিডিজ-বেঞ্জ কারস অ্যান্ড ভ্যানস ইউনিট পরিচালন ক্ষতির মুখে পড়েছে। ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১১৩ কোটি ইউরোতে। রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন