প্রসূতিদের জন্য কভিড, নন-কভিড ইউনিট স্থাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য আলাদা কভিড ইউনিট প্রস্তুত করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে উদ্যেগ নিতে একটি চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

কভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিটি বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, 'কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভায় বিভিন্ন সরকারি হাসপাতালে কভিড-১৯ আক্রান্ত ও কভিড-১৯ আক্রান্ত নন এমন প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট গঠনের পরামর্শ দেয়া হয়।

এমতাবস্থায়, প্রসূতি মায়েদের জন্য সকল আড়াইশ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে পৃথক কভিড ইউনিট প্রস্তুতকরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন