আরো দুই বছর গভর্নর থাকছেন ফজলে কবির

নিজস্ব প্রতিবেদক

আরো দুই বছরের জন্য ফজলে কবিরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল  অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে -সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী ফজলে কবিরকে তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হলো। সে হিসেবে তিনি ২০২২ সালের জুলাই পর্যন্ত নিয়োগ পেলেন। অবিলম্বে আদেশ কার্যকর হবে বলেও উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গভর্নর ফজলে কবির জুলাই ৬৫ বছরে পা দিয়েছেন। গভর্নর পদে দায়িত্ব পালনে ফজলে কবিরের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বছরের ১৯ মার্চ। কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি গভর্নর হিসেবে তার মেয়াদ ৬৫ বছর বয়স পর্যন্ত, অর্থাৎ মাস ১৩ দিনের জন্য বাড়িয়ে দেয় সরকার। জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করতে সংসদে বিল পাস হয়। আইন সংশোধনের পর ফজলে কবিরকে পুনরায় নিয়োগ দেয়া হলো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন