ময়ূর-২ লঞ্চের সুকানি নাসির আটক

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

ঢাকার বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ময়ূর- লঞ্চের সুকানি মো. নাসির মৃধাকে (৪০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব--এরসদর দপ্তর। বিজ্ঞপ্তিতে জনানো হয়, গত মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে বাগেরহাট জেলার বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব- কার্গো জাহাজ থেকে তাকে আটক করা হয়।

নাসির মৃধা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার মো. শাহজাহান মৃধার ছেলে এবং ময়ূর- লঞ্চের মাস্টারের সহযোগী (সুকানি) হিসেবে কাজ করতেন।

র‌্যাব জানায়, গত ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ডুবে যায় ময়ূর- লঞ্চ। এতে ৩৪ জনের মৃত্যু ঘটে। সময় লঞ্চটির মাস্টার আবুল বাশার মোল্লার জায়গায় সুকানি নাসির মৃধা চালাচ্ছিলেন লঞ্চ। অভিযোগ উঠেছে, মাস্টারের বদলে সুকানি লঞ্চ চালানোর দায়িত্বে থাকায় এত বড় নৌ-দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লঞ্চের মালিক সব কর্মচারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন