১ বছরের সর্বোচ্চে আকরিক লোহার দাম

বণিক বার্তা ডেস্ক

দরপতনের ধাক্কা সামলে ধাতুর বাজারে ঘুরে দাঁড়িয়েছে আকরিক লোহার দাম। বাড়তে বাড়তে ব্যবহারিক ধাতুটির দাম এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গেছে। এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে চীনের আকরিক লোহার চাহিদা বৃদ্ধি। খবর মাইনিংডটকম।

চীনের বাজারে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন আকরিক লোহা ১১২ ডলার ৪৮ সেন্টে বেচাকেনা হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬২ শতাংশ বেশি। গত এক বছরের মধ্যে এটাই ব্যবহারিক ধাতুটির সর্বোচ্চ দাম। চলতি বছরের শুরুর সময়ের তুলনায় বর্তমানে আকরিক লোহার দাম ২২ শতাংশ বাড়তি রয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, নভেল করোনাভাইরাসের মহামারীর ধাক্কা সামলে চীনের অর্থনীতিতে

গতি ফিরতে শুরু করেছে। ফলে দেশটির ইস্পাত কারখানাগুলোয় আকরিক লোহার চাহিদা আগের তুলনায় বেড়েছে। বাড়তি চাহিদা ব্যবহারিক ধাতুটির মূল্যবৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন