চীনের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু করছে ভিয়েতনাম

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রেক্ষাপটে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ফের চীনের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয়ে রাজি হয়েছে ভিয়েতনাম। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইট চালুর ফ্রিকোয়েন্সি সময় নিয়ে আলোচনা চলছে। খবর রয়টার্স।

সংক্রমণ শুরুর পর গত তিন মাসে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ৩৭২ জন। সবচেয়ে বড় বিষয় হলো, এখানে কভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে অন্য যেকোনো দেশের তুলনায় ভিয়েতনাম বেশ আগেই তার অর্থনৈতিক কার্যক্রমে ফিরতে পারছে।

ভিয়েতনাম প্রথম করোনা শনাক্ত হয় ফেব্রুয়ারিতে। এর পরই দেশটি চীনের সঙ্গে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয়। একই সঙ্গে চীনা পর্যকটদের ভিসা প্রদানও বন্ধ করা হয়। এখন কবে থেকে ফের বাণিজ্যিক ফ্লাইট চালু হবে, তা দুই দেশের কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন