প্রদর্শনী শিল্পের অনিশ্চয়তায় যুক্তরাজ্যে ঝুঁকিতে ৩০ হাজার চাকরি

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের বাণিজ্য মেলা প্রদর্শনী শিল্প। কবে পুনরায় শিল্পের কার্যক্রম শুরু হবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। অবস্থায় ইভেন্ট আয়োজকসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে ঝুঁকিতে রয়েছে খাতের প্রায় ৩০ হাজার চাকরি। খবর রয়টার্স।

ব্রিটেনের ইভেন্ট শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন দি ইভেন্টস ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স (এআইএ) জানিয়েছে, কোম্পানিগুলোকে ফের প্রদর্শনী চালু করার ক্ষেত্রে অন্তত আট থেকে ১২ মাস লেগে যাবে। বিষয়ে সময় নির্দিষ্ট করার জন্য সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। মূলত নভেল করোনাভাইরাসের সংক্রমণ তা প্রতিরোধে গৃহীত লকডাউন কার্যক্রম প্রদর্শনী শিল্পের ওপর বড় ধরনের আঘাত হেনেছে। চলতি বছরের শেষ কিংবা ২০২১ সালের আগ পর্যন্ত স্থগিত বাতিল হয়ে গেছে অসংখ্য ইভেন্ট। এরই মধ্যে বিভিন্ন স্থানে প্রথম ধাপ শেষ হতে না হতেই দ্বিতীয় ধাপের সংক্রমণ দেখা দিয়েছে, যা বিশ্বজুড়ে প্রদর্শনী শিল্পের কার্যক্রম পুনরায় শুরুর পরিকল্পনাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন