যাত্রী পরিবহনে বিমান-নভোএয়ার সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক

যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও নভোএয়ার-এর মধ্যে স্পেশাল রি-প্রটেকশন চুক্তি সই হয়েছে। 

আজ বুধবার (১৫ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহামাম্মদ আলী ওসমান নুর এবং নভোএয়ার-এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ও দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির ফলে, অভ্যন্তরীণ গন্তব্যে অনিবার্য কারণে ফ্লাইট বাতিল বা বিলম্ব হলে উভয় প্রতিষ্ঠান একে অপরের যাত্রী বহন করবে। একইভাবে আন্তর্জাতিক গন্তব্যে সংযোগের ক্ষেত্রেও উভয় প্রতিষ্ঠান অভ্যন্তরীণ গন্তব্যে একে অপরের যাত্রী বহন করবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন