সাহেদের উত্তরার ‘অফিসে’ র‌্যাবের অভিযান

বণিক বার্তা অনলাইন

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেফতারের পর ঢাকার উত্তরার একটি বাড়িতে অভিযান শুরু করেছে র‌্যাব।

আজ বুধবার (১৫ জুলাই) সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এই অভিযান শুরু হয়।

অভিযানের বিষয়ে র‌্যাব জানিয়েছে, এটি সাহেদের দ্বিতীয় অফিস। এই ফ্ল্যাটের খবর আগে পায়নি র‌্যাব। সাহেদকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এই ফ্ল্যাটের তথ্য পাওয়া গেছে।

করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতির মামলায় এক সপ্তাহ ধরে পলাতক ছিলেন মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম। আজ ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেফতারের পর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে উত্তরায় র‌্যাব সদরদপ্তরে আছেন।

>> সাতক্ষীরা সীমান্ত থেকে সাহেদ গ্রেফতার

>> র‌্যাব সদরদপ্তরে সাহেদ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন