ছবিতে সাহেদের গ্রেফতার

বণিক বার্তা অনলাইন

রিজেন্ট হাসপাতালের করোনা চিকিৎসায় প্রতারণার মামলায় প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাবের বিশেষ অভিযানে আজ বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। 

সাহেদকে গ্রেফতারের পর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের জানান, সাতক্ষীরায় সাহেদের গ্রামের বাড়ি। দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোয় র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারি ছিল। তারই ধারাবাহিকতায় আজ ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরায় গ্রেফতারের পর সাহেদ

সাতক্ষীরার দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়

সাহেদ বোরখা পরে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করেছিলেন বলে জানাচ্ছে র‌্যাব

সাহেদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রও ছিল বলে জানিয়েছে র‌্যাব

গ্রেফতারের পর র‌্যাবের গাড়িতে সাহেদ।

গ্রেফতারের পরপরই সাহেদকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। আজ সকাল ৯টার দিকে সাহেদকে বহনকারী হেলিকপ্টার ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে অবতরণ করে।

হেলিকপ্টার থেকে নামিয়ে আনা হচ্ছে সাহেদকে। এর পর তাকে সরাসরি নেয়া হয় র‌্যাব সদরদপ্তরে।

আরো পড়ুন:

>> সাতক্ষীরা সীমান্ত থেকে সাহেদ গ্রেফতার

>> হেলিকপ্টারে করে ঢাকায় সাহেদ, নেয়া হয়েছে র‌্যাব হেডকোয়ার্টারে


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন