রাঙ্গামাটিতে নির্মাণাধীন পিসিআর ল্যাবে বিদ্যুত্স্পৃষ্টে দুজনের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি রাঙ্গামাটি

রাঙ্গামাটি মেডিকেল কলেজের নিচতলায় নির্মাণাধীন পিসিআর ল্যাবে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. আজিজ (২৮) মো. আনোয়ার (২৬) দুজনের বাড়িই জেলা শহরের রিজার্ভবাজার এলাকায়। বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এই পিসিআর ল্যাবের নির্মাণকাজ শুরু হয় চলতি মাসেই।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, মেডিকেল কলেজের নিচ তলায় পিসিআর ল্যাবের বিদ্যুৎ সংযোগের কাজ হচ্ছিল। তারা পাইপ স্থাপন করতে গিয়ে তড়িতাহত হন। আমরা দ্রুত তাদের জরুরি বিভাগে নিয়ে আসি, ততক্ষণে তারা দুজনই মারা যান।

পিসিআর ল্যাবের অবকাঠামো নির্মাণকাজে নিয়োজিত সংস্থা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এএসএম সানাউল্লাহ জানান, সেখানে বিদ্যুতের কোনো পুরনো লাইন ছিল না। কিন্তু কী কারণে কীভাবে তারা তড়িতাহত হলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বৃষ্টির কারণে কোথাও কোনো সমস্যা হলো কিনা, সেটা অধিকতর তদন্ত শেষেই বলতে পারব আমরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন