ভারতের রত্নপাথর রফতানিতে ৫৫% পতন

বণিক বার্তা ডেস্ক

মূল্যবান রত্নপাথর জুয়েলারি রফতানিতে ভারতের খ্যাতি বিশ্বজোড়া। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে রত্নপাথর জুয়েলারি রফতানি বাবদ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৫৫ শতাংশ কমে ২৮০ কোটি ডলারের নিচে নেমে এসেছে। একই সময়ে ভারত থেকে মসৃণ হীরা রফতানি বাবদ আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমে প্রায় অর্ধেকে নেমেছে। ভারতের জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (জিজেইপিসি) এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স বিজনেস লাইন। 

জিজেইপিসির বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে মূল্যবান রত্নপাথর জুয়েলারি রফতানি করে ভারতীয় রফতানিকারকরা সব মিলিয়ে ২৭৫ কোটি ডলার আয় করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৫ শতাংশ কম। সময় মসৃণ হীরা রফতানি করে ভারতীয় রফতানিকারকদের আয় দাঁড়িয়েছে ১৮০ কোটি ডলারে। এক বছরের ব্যবধানে মসৃণ হীরা রফতানিতে আয় কমেছে ৫০ শতাংশ।

বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ইউরোপের দেশগুলোয় ভারতীয় রত্নপাথর জুয়েলারি সবচেয়ে বেশি রফতানি হয়। বর্তমানে এসব দেশে চাহিদা কমেছে। একই সঙ্গে নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী লকডাউনের জের ধরে রফতানি কার্যক্রম ব্যাহত হয়েছে।

মূলত কারণে বছরের দ্বিতীয় প্রান্তিকে মসৃণ হীরাসহ মূল্যবান রত্নপাথর জুয়েলারি রফতানি খাতে ভারতের আয় কমে গেছে। তবে চীন যুক্তরাষ্ট্রে রফতানি প্রক্রিয়া স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে শিগগিরই খাত থেকে ভারতের রফতানি আয় বাড়তে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন