করোনায় অর্ধেকে নেমেছে সোয়াচের ঘড়ি বিক্রি

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের কারণে অর্ধেকে নেমে এসেছে বিশ্বের শীর্ষ ঘড়ি নির্মাতা কোম্পানি সোয়াচের বিক্রি। লকডাউনের কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে বিক্রিতে পতন হয় বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানিটি। তবে আশার কথা, এরই মধ্যে সোয়াচ ফের লাভজনক কার্যক্রমে ফিরে এসেছে। খবর এএফপি।

২০২০ সালের প্রথমার্ধে গত বছরের একই সময়ের চেয়ে ওমেগা, লনজিন্স, টিসটসহ সোচায়ের অন্য ব্র্যান্ডের ঘড়ির বিক্রিতে পতন হয়েছে ৪৬ দশমিক শতাংশ। বিক্রি নেমে এসছে ২২০ কোটি সুইস ফ্রাঁয়ে। ফলে সময় কোম্পানিটির নিট ক্ষতি হয়েছে ৩০ কোটি ৮০ লাখ ফ্রাঁ। বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন, ক্ষতির পরিমাণ হতে পারে ২৫ কোটি ফ্রাঁ। অথচ গত বছরের একই সময়ে ৪১ কোটি ৫০ লাখ ফ্রাঁ মুনাফা করেছিল সোয়াচ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন