শিরোপা জিততে রিয়ালের চাই দুই পয়েন্ট

বণিক বার্তা ডেস্ক

স্প্যানিশ লা লিগার শিরোপা জিতে নিতে আর মাত্র দুই পয়েন্ট প্রয়োজন রিয়াল মাদ্রিদের। সোমবার (১৩ জুলাই) রাতে গ্রানাডার মাঠে ২-১ গোলে জিতে শিরোপার সুবাস পেতে শুরু করেছে জিনেদিন জিদানের দল। 

গ্রানাডায় জয়ের পর ৩৬ রাউন্ডে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত করল রিয়াল, সমান ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৭৯ পয়েন্ট। বাকি দুই ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত করতে পারবে রিয়াল। কেননা বার্সার সঙ্গে হেড-টু-হেড লড়াইয়ে এগিয়ে রয়েছে জিদানের দল। তাই সমান পয়েন্ট হলেও তারাই শিরোপা জিতবে। আর যদি দুই ম্যাচের মধ্যে একটিতে জয় আসে, তবে এই সমীকরণেরও প্রয়োজন পড়বে না। লড়াইয়ে থাকবে বার্সেলোনাকে অবশ্য নিজেদের বাকি দুই ম্যাচেই জিততে হবে।

আগামী বৃহস্পতিবার ভিলারিয়ালের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ, রোববার লেগানেসের মাঠে সঙ্গে চলতি মৌসুমে তাদের শেষ ম্যাচ। সোমবার জয় শেষে রিয়াল কোচ জিদান বলেন, ‘শেষ কয়েকটি মিনিট খুব কঠিন ছিল। গ্রানাডা আমাদের রক্ষণাতœক খেলতে বাধ্য করেছে। তবু আমাদের খুশি থাকার কথা, এখন বাকিটা নির্ভর করবে বৃহস্পতিবারের ওপর।’

মার্চে স্থগিত হয়ে যাওয়া লা লিগা জুনে ফেরার পর এ নিয়ে টানা ৯ ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। সোমবার রিয়াল জিতেছে ফরাসি সৌরভে। ফ্রান্স জাতীয় দলের ডিফেন্ডার ফারল্যান্ড মেন্দি দশম মিনিটে দুর্দান্ত প্রচেষ্টায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন। এর ছয় মিনিট পর ব্যবধান ২-০ করেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমা। ডারউইন মাচিস ৫০ মিনিটে ব্যবধান কমালেও রিয়ালের জয় আটকাতে পারেনি গ্রানাডা। দুই স্বদেশীর গোলে দল জেতায় ফরাসি গ্রেট জিদানের একটু বেশিই খুশি থাকার কথা। 

এদিকে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস বৃহস্পতিবারই শিরোপার উৎসব করতে চান। তার কথায়, ‘দেখুন, আমরা এখনো কিছুই জিতিনি। তবে এ দলটির মধ্যে লিগ শিরোপা জেতার প্রচÐ ক্ষুধা রয়েছে। এটা এখন আমাদের হাতে এবং এখনো কিছু পয়েন্ট পেতে হবে। শিরোপা জিততে আমরা সম্ভাব্য সবকিছুই করছি। আশাকরি বৃহস্পতিবার সগৌরবে আমরা শিরোপা উৎসব করব।’

অবশ্য বৃহস্পতিবার মাঠে না নেমেও শিরোপা উৎসব করতে পারে রিয়াল। তাদের আগেই মাঠে নামা বার্সেলোনা ঘরের মাঠে ওসাসুনার সঙ্গে হারলে কিংবা ড্র করলেই জিদানের দলের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। 

সূত্র: বিবিসি ও মার্কা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন