রাজস্ব ফাঁকি দিয়ে চালান খালাস

বেনাপোলে তিন শুল্ক কর্মকর্তা বরখাস্ত

বণিক বার্তা প্রতিনিধি যশোর

সরকারের শুল্ক ফাঁকি দিয়ে আনা আমদানি পণ্যের চালান খালাস দেয়ার অভিযোগে বেনাপোল কাস্টম হাউজের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া রাজস্ব ফাঁকির সহায়তায় দুই সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হয়েছে। গতকাল কাস্টমস কর্মকর্তা বরখাস্ত লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার . সৈয়দ নেয়ামুল ইসলাম। তিনি জানান, বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কাস্টমস কর্মকর্তারা হলেন বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা শহিদুল্লাহ ইবনে নোমান। লাইসেন্স বাতিল হওয়া সিঅ্যান্ডএফ এজেন্ট দুটি হলো বেনাপোলের মদিনা এন্টারপ্রাইজ মাহিবি এন্টারপ্রাইজ

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন