ওয়াইপিএফের উদ্যোগে শুরু হচ্ছে রোড টু রিফর্মস সেমিনার সিরিজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রাষ্ট্রের ৫০ বছর উদযাপন হতে যাচ্ছে আগামী বছর। সুবর্ণ জয়ন্তীতে, তারুণ্যের সাথে, সংস্কারের পথে প্রতিপাদ্য সামনে রেখে তরুণ প্রজন্মের নীতি গবেষণামূলক প্লাটফর্ম ইয়ুথ পলিসি ফোরাম (ওয়াইপিএফ) আয়োজন করতে যাচ্ছে ওয়াইপিএফ রোড টু রিফর্মস শীর্ষক সেমিনার সিরিজ। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে বণিক বার্তা। গতকাল ইয়ুথ পলিসি ফোরাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন খাতে গবেষণালব্ধ সংস্কার প্রস্তাবনার আঙ্গিককে সামনে রেখে এরই মধ্যে গঠন করা হয়েছে ভিন্ন ভিন্ন রিফর্ম প্যানেল তরুণ প্রাজ্ঞ নীতিনির্ধারকদের যূথবদ্ধতার ভিত্তিতে গঠিত এসব প্যানেলের গবেষণা সুপারিশের ভিত্তিতে আয়োজন করা হবে বিভিন্ন পর্বের খাতভিত্তিক রিফর্ম সেমিনার

বছরব্যাপী নিয়মিত বিরতিতে, তরুণদের উদ্যোগী ভাবনার সঙ্গে, গবেষক, নীতিনির্ধারক, তৃণমূল পর্যায়ের নাগরিক জনপ্রতিনিধিদের মেলবন্ধনের মাধ্যমে ব্যতিক্রমধর্মী আয়োজনগুলো সম্পন্ন হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রথম পর্বে অনুষ্ঠিত হবে বাংলাদেশ রাষ্ট্রের পররাষ্ট্রনীতির অর্জন সংস্কার সম্ভাবনা নিয়ে দুটি বিশেষ সেমিনার।

ইয়ুথ পলিসি ফোরামের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত বিশেষজ্ঞ সেমিনারটি ১৮ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। পর্বে যৌথ আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। সেমিনারে মূল অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন রাষ্ট্রদূত হূমায়ুন কবির এবং অর্থনীতিবিদ . আখতার মাহমুদ।

অনুষ্ঠানের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকবে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবে সৃষ্ট নতুন বিশ্ব বাস্তবতার নিরিখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং সুবর্ণ জয়ন্তীতে পররাষ্ট্রনীতির অর্জন পর্যালোচনা সংস্কার সম্ভাবনা নিয়ে আলোকপাত। পর্বের সঞ্চালনা করবেন সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান।

সেমিনার সিরিজের বিশেষজ্ঞ পর্বটির প্রাক-পর্ব হিসেবে ইয়ুথ পলিসি ফোরাম আয়োজন করবে পররাষ্ট্রনীতি পর্যালোচনায় তারুণ্যের ভাবনা শীর্ষক আরেকটি প্যানেল আলোচনা। ১৫ জুলাই রাত ৮টা ৩০ মিনিটে ইয়ুথ পলিসি ফোরামের তরুণ গবেষক চিন্তকদের গবেষণালব্ধ ফলাফল পর্যবেক্ষণকে উপস্থাপন করে অনুষ্ঠিত হবে প্রাক-আলোচনাটি। পর্বে আমন্ত্রিত হয়ে আলোচনা করবেন গবেষক পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ রেজওয়ানুল হক মাসুদ এবং নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কূটনৈতিক কর্মকর্তা শাহেদ আজিজ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন