আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১০

বণিক বার্তা ডেস্ক

উত্তর আফগানিস্তানের সামানগান প্রদেশে তালেবান হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল একটি সরকারি কম্পাউন্ডে গাড়িবোমা বিস্ফোরণের পরই তালেবান সদস্যরা হামলা চালালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ বাধে। ঘটনায় আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ। খবর রয়টার্স।

প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ সেদিক আজিজি বলেন, ন্যাশনাল সিকিউরিটি ডাইরেক্টরেটের কাছে ওই সরকারি স্থাপনায় তালেবানরা গাড়িবোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলা শুরু করে। এর পরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। চার অস্ত্রধারীর মৃত্যু হলে সংঘর্ষের অবসান হয়।

সামানগানের গভর্নর আব্দুল লতিফ ইব্রাহিমি বলেন, হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া সাধারণ নাগরিক আহত হয়েছে ৫৪ জন। এরই মধ্যে এক বিবৃতিতে তালেবান কর্তৃপক্ষ হামলার দায় স্বীকার করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন