উপ-পুলিশ কমিশনার মিজানুরের মৃত্যুতে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির এক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আজ সোমবার ভোরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিসিএস (পুলিশ) ক্যাডারের ২২ ব্যাচের এই কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তার মৃত্যুতে সংগঠনটির সভাপতি সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীর স্বাক্ষরিত শোক বিবৃতিতে বলা হয়েছে, মো. মিজানুর রহমান এর আগে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। একজন দায়িত্ববান পুলিশ কর্মকর্তা এবং সাহসী যোদ্ধা হিসেবে এ  ভাইরাসের সংক্রমণের শুরু থেকে নগরবাসীকে রক্ষায় তিনি ভূমিকা পালন করে আসছিলেন। তার প্রয়াণে পরিবারে যে অসীম শূন্যতা তৈরি হয়েছে তাতে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা, সহমর্মিতা এবং একাত্মতা প্রকাশ করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন