জেকেজির সাবরিনা ৩ দিনের রিমান্ডে

বণিক বার্তা অনলাইন

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ সোমবার (১২ জুলাই) তাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার পদে ছিলেন ডা. সাবরিনা। তিনি জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীর স্ত্রী। 

গতকাল দুপুরে সাবরিনাকে হাসপাতাল থেকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তেজগাঁও থানায় দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে এক ভুক্তভোগীর দায়ের করা ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবরিনার স্বামী আরিফুলও।

ডা. সাবরিনা জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছিলেন। এ কারণে সরকারি কর্মচারী বিধিমালা ভঙ্গের অভিযোগে গতকালই তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

>> সাহেদ-সাবরিনা ও তাদের সব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন