সুনামগঞ্জে আইসোলেশনে থাকা বৃদ্ধার মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাইয়ে করোনায় আক্রান্ত হয়ে কমরুন নেছা (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে নিজ বাড়িতে আইসোলেশেনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর গ্রামের ওয়াছির আলীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সফিউল্লাহ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সর্দি, কাশি ও জ্বর নিয়ে গত ৮ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা দেন কমরুন নেছা। ৯ জুলাই সিলেট শাহজালার ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার রিপোর্ট করোনা পজেটিভ আসে। পরে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।

দিরাই ইউএনও মোহাম্মদ সফিউল্লাহ বলেন, আজ ভোরে কমিরুননেছা মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন সম্পন্ন করা হবে।

এ পর্যন্ত জেলায় মোট করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭৯ জন, মৃত্যু হয়েছে ১০ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২১ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন