চীন থেকে টিকটকের কার্যালয় সরানোর উদ্যোগ

বণিক বার্তা ডেস্ক

ভারত যুক্তরাষ্ট্রের চাপে রয়েছে শর্ট ভিডিও তৈরির অ্যাপ টিকটক। ভারত-চীন সীমান্ত উত্তেজনার জেরে ভারতে নিষিদ্ধ করা হয়েছে অ্যাপটিকে। অন্যদিকে তথ্যনিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা ভারতে আরোপিত নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে চীন থেকে টিকটকের প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়ে ভাবছে চীনভিত্তিক ইন্টারনেট জায়ান্ট বাইটডান্স, যা টিকটকের প্যারেন্ট কোম্পানি। খবর ইটি টেলিকম।

প্রতিবেদন অনুযায়ী, জ্যেষ্ঠ নির্বাহীরা টিকটক অ্যাপের ব্যবস্থাপনা পর্ষদ ঢেলে সাজানোর পাশাপাশি চীনের বাইরে অ্যাপটির প্রধান কার্যালয় স্থাপনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। যেখান থেকে স্বতন্ত্রভাবে পরিচালিত হবে টিকটকের কার্যক্রম।

টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বজুড়ে বিপুলসংখ্যক ব্যবহারকারীর তথ্যনিরাপত্তা নিশ্চিতে তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। যে কারণে সামনে এগিয়ে চলতে আরো ভালো পন্থা অনুসন্ধান করা হচ্ছে। টিকটক অ্যাপের করপোরেট ব্যবসা সংস্কৃতিতে পরিবর্তন আনার বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। এর ফলে ব্যবহারকারীদের নিরাপত্তার পাশাপাশি সুযোগ-সুবিধা আরো বাড়বে। চীন থেকে টিকটকের প্রধান কার্যালয় সরিয়ে বা নতুন করে কোন দেশে স্থাপন করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ভারত-চীনের সীমান্ত উত্তেজনার জেরে ভারতে বিভিন্ন মহল থেকে চীনা পণ্য বর্জনের ডাক উঠেছে। সোস্যাল মিডিয়ায় চীনা অ্যাপ আনইনস্টলেরও দাবি জানিয়েছিলেন অনেকে। এরই মধ্যে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, বিগো লাইভ হেলোর মতো ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধের মধ্য দিয়ে সে পথেই হেঁটেছে ভারতের সরকার। চীনা এসব অ্যাপকে দেশটির সার্বভৌমত্ব অখণ্ডতা, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, চীনা অ্যাপগুলো দেশ দেশের নাগরিকদের জন্য বিপজ্জনক। যে কারণে স্মার্টফোন ট্যাবলেটসহ সব ধরনের গ্যাজেটে অ্যাপগুলোর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয়দের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাদান দেশের সার্বিক নিরাপত্তার জন্যই অ্যাপগুলো নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারত যেসব অ্যাপ বন্ধ করেছে, এর মধ্যে দেশটিতে জনপ্রিয় অ্যাপ উইচ্যাটও রয়েছে। চীনা অ্যাপ বন্ধ করার ঘটনায় ভারত-চীন সীমান্ত উত্তেজনা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।

গত মাসের শেষদিকে বিবৃতিতে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বলেছে, তারা ৫৯টি চীনা অ্যাপ বন্ধ করেছে। কারণ বিভিন্ন সূত্র থেকে তারা এসব অ্যাপের তথ্য চুরির অভিযোগ পেয়েছে। এসব অ্যাপ ভারতীয়দের তথ্য চীনে স্থানান্তর করছে।

টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটডান্সের প্রধান কার্যালয় বেইজিংয়ে। অ্যাপটি চীনে জনপ্রিয় হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে টিকটক অ্যাপ ঘিরে সমালোচনাও বেড়েছে। টিকটক নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কয়েকজন সিনেটর অ্যাপটির বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। যদিও এসব অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে টিকটক কর্তৃপক্ষ।

ভারতের নিষিদ্ধ করা অ্যাপের তালিকায় মাইক্রোব্লগিং প্লাটফর্ম ওয়েইবো, গেম ক্লাস অব কিংস, আলিবাবার ইউসি ব্রাউজার, -কমার্স অ্যাপ ক্লাব ফ্যাক্টরি প্রভৃতি রয়েছে। বলা হচ্ছে, সীমান্ত উত্তেজনা নিরসনে কমান্ডার পর্যায়ে চীন ভারতের মধ্যে তৃতীয় দফা বৈঠকের একদিন আগে ভারতের পক্ষ থেকে ৫৯টি অ্যাপ বন্ধ করে দেয়ার ঘটনা ঘটল।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বলেছে, তারা ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চীনা অ্যাপগুলো বন্ধের সুপারিশ পেয়েছিল। অ্যাপ বন্ধ ছাড়াও ভারত সরকার দেশে চীনা কোম্পানির ফোরজি নেটওয়ার্ক হালনাগাদ রেলওয়ে নেটওয়ার্কের চুক্তি বাতিল করেছে। এছাড়া -কমার্স প্লাটফর্মগুলোয় চীনা পণ্য বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতে কয়েক ডজন অ্যাপ নিষিদ্ধের ঘটনা চীনের ডিজিটাল সিল্ক রুটের উচ্চাভিলাষের পক্ষে একটি বড় ধাক্কা হতে পারে। এতে চীনা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন কমবে। ভারতের এসব অ্যাপ বন্ধ করার উদ্যোগ এখন অন্য দেশও অনুসরণ করতে পারে। কারণ অ্যাপগুলোর বিরুদ্ধে আগে থেকেই ব্যবহারকারীর তথ্য স্থানান্তরের অভিযোগ ছিল।

ভারত-চীনের সৈন্যদের সীমান্তে সংঘর্ষের পর বেইজিং সাইবার হামলা চালাতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছিল। আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, চীনা অ্যাপের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাসংক্রান্ত তথ্যও হাতিয়ে নেয়া হতে পারে। উদ্বেগসংক্রান্ত বেশকিছু অভিযোগ ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কেন্দ্রীয় সরকার।

ভারতীয়দের একটি অংশের মতে, চীনের পণ্য বাতিল না করে শুধু অ্যাপ বাতিল করে আদৌ চীনকে কড়া বার্তা দেয়া হলো, নাকি শুধুই সতর্কবার্তা পাঠানো হলো? অন্য একটি অংশের মতে, অ্যাপগুলো নিষিদ্ধ করে প্রথমে বার্তা দেয়া হলো। বেইজিং সংযত না হলে ভবিষ্যতে যে আরো বড় পদক্ষেপ নেয়া হতে পারে, সেই বার্তাই দিয়ে রাখল ভারত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন