৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির ফোন আনছে স্যামসাং

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির ফোন আনতে যাচ্ছে। শিগগিরই এম সিরিজের এম৪১ মডেলের স্মার্টফোন আনবে প্রতিষ্ঠানটি। এতে ৬৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকলেও প্রচারণা চালাতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের কথা বলা হবে। খবর দ্য ভার্জ।

স্যামসাং এম৩১ ফোনে এরই মধ্যে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করেছে। এখন বাজারে থাকা স্যামসাং ফোনগুলোর মধ্যে এম৩১-এর ব্যাটারিই সবচেয়ে বড়। শক্তিশালী ব্যাটারির জন্য ফোনের স্ক্রিন বডির আকারও বড় হতে হয়। এম৩১-এর ডিসপ্লে দশমিক ইঞ্চি। যে কারণে এম৪১-এর আকার আরো বড় হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গুজব ছড়ায় এম৪১ আনার পরিকল্পনা বাতিল করেছে স্যামসাং। পরে চীনে ডিভাইসটি সার্টিফিকেশন পায়। এম৪১ কোনো কারণে বাতিল হয়ে গেলে এম৫১- ৬৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেখা যাবে। এতদিন শুধু ট্যাবলেট ডিভাইসেই ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি দেখা গেছে। এর আগে স্যামসাংয়ের ১০ ইঞ্চি এস৬লাইট ট্যাব এস৫ইতে ৭০৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন