কমতির দিকে জ্বালানি তেলে বৈশ্বিক বিনিয়োগ

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের ধাক্কায় বৈশ্বিক বাণিজ্যের কোনো খাতই আর আগের মতো নেই। ভাইরাসটির প্রাদুর্ভাবের পর বিশ্বজুড়ে আর্থিক শিল্প খাতগুলো মারাত্মক হুমকির মুখে পড়েছে। এর জের ধরে জ্বালানি তেলের চাহিদায় ধস নেমেছে। চাহিদা কমায় কমছে পণ্যটির দাম, বাড়ছে সংশ্লিষ্টদের লোকসানের বোঝা। পরিস্থিতিতে চলতি বছরে জ্বালানি তেল খাতে বৈশ্বিক বিনিয়োগ কমে আগের বছরের তুলনায় এক-তৃতীয়াংশে নামতে পারে। রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক সম্প্রতি এক অনলাইন কনফারেন্সে তথ্য দিয়েছেন। খবর অয়েলপ্রাইসডটকম।

সময় তিনি বলেন, এপ্রিলের দিকে মহামারী যখন বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গেছে, বৈশ্বিক জ্বালানি তেলের চাহিদা তখন দৈনিক গড়ে কোটি ৮০ লাখ ব্যারেল করে কমে গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২৫ থেকে ২৮ শতাংশ কম। তবে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রিজ এর মিত্র দেশগুলোর (ওপেক প্লাস) রেকর্ড উত্তোলন হ্রাস চুক্তিতে বর্তমানে বাজার অনেকটা ভারসাম্যে পৌঁছেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন