কার্বন নিঃসরণকারীদের সহায়তা না দিতে বিওইর প্রতি আহ্বান

বণিক বার্তা ডেস্ক

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কোম্পানিগুলোকে জরুরি তহবিল সহায়তা না দেয়ার জন্য ব্যাংক অব ইংল্যান্ডের (বিওই) প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ইকসটিংকশন রিবেলিয়ন। এছাড়া সাম্প্রতিক মাসগুলোয় যারা সহায়তা পেয়েছে, তাদের কাছ থেকেও কার্বন নিঃসরণ বন্ধ করার নিশ্চয়তা দিয়ে মুচলেকা নিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে তারা। খবর ব্লুমবার্গ।

জলবায়ু আন্দোলনকর্মীরা শুক্রবার বিওইর সামনে কার্বন নিঃসরণকারীদের সহায়তা প্রদানের বিরোধিতা জানিয়ে বিক্ষোভ করেন। তাদের হাতের ব্যানারে লেখা ছিল নো

ডার্টি বেইলআউট

এক বিবৃতিতে ইকসটিংকশন রিবেলিয়ন বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে সাম্প্রতিক মাসগুলোয় যেসব কোম্পানি সহায়তা নিয়েছে, তাদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি আদায় করা যে, তারা কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনবে।

নভেল করোনাভাইরাসের কারণে তহবিল সংকটে থাকা বৃহৎ কোম্পানিগুলোকে সহায়তার লক্ষ্যে কভিড করপোরেট ফিন্যান্সিং ফ্যাসিলিটি নামে কর্মসূচি হাতে নিয়েছে বিওই। কর্মসূচির অধীনে কেন্দ্রীয় ব্যাংকটি কোম্পানিগুলোর কমার্শিয়াল বন্ড কিনবে, যেগুলোর ম্যাচিউরিটি পিরিয়ড হবে এক বছর। বিওইর সহায়তাপ্রাপ্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেমিক্যাল জায়ান্ট বিএএসএফ, ফার্মাসিউটিক্যাল জৈব কোম্পানি বেয়ার, ইজিজেট ইত্যাদি। এখন পর্যন্ত বিওইর জরুরি তহবিল সহায়তার পরিমাণ হাজার ২৭০ কোটি ডলার ছাড়িয়েছে।

ইকসটিংকশন রিবেলিয়নের মুখপাত্র ডোনাচার ম্যাককার্থি বলেছেন, বিওই সহায়তা দিচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারকারী এয়ারলাইনস, কীটনাশক উৎপাদনকারী কার করপোরেশনকে। অথচ তাদের সেসব কর্মীকে সহায়তা দেয়া উচিত ছিল, যারা সবুজ অর্থনীতির বিভিন্ন খাতে কাজ করছেন।

এদিকে জলবায়ু কর্মীদের এমন দাবির বিষয়ে ব্যাংক অব ইংল্যান্ডের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি। বিক্ষোভের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন