শেবাচিমের করোনা ইউনিটে ১০ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করেনা ইউনিটে মাত্র মাত্র ১০ ঘণ্টার মধ্যে এক নবজাতকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নবজাতকসহ দুজন করোনায় আক্রান্ত এবং অপর তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনজনের দেহের নমুনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

শেবাচিম হাসপাতালের তথ্য অনুযায়ী, বরিশাল নগরীর নবজাতক শিরিন আক্তার (১৭ দিন বয়স) ৬ জুলাই রাতে ভর্তি হয়। এরপর তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হলে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল ১০টায় শিরিনের মৃত্যু হয়। গত ২৮ জুন ঝালকাঠির নলছিটি উপজেলা লুৎফর রহমান (৬০) ভর্তি হয়েছিলেন। তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। তিনি গতকাল শনিবার দিবাগত মধ্য রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এদিকে করোনার উপসর্গ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টায় মারা যান বৃদ্ধ লুৎফর রহমান, আর আজ সকাল ৭ টায় ঝালকাঠীর রাজাপুর উপজেলার বৃদ্ধা সুফিয়া বেগম ও গৌরনদী উপজেলার বৃদ্ধ কদম আলীর মৃত্যু হয়। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন