অগ্রণী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত অর্থনীতিকে গতিশীল করার স্বার্থে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহম্মদ শামস্-উল ইসলামের দিকনির্দেশনায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি  ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণসংক্রান্ত কার্যক্রম ভার্চুয়াল পদ্ধতিতে চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইনস্টিটিউটের পরিচালক/উপমহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিএসিএইচ, বিইএফটিএন আরটিজিএস-বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

অগ্রণী ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখার সিনিয়র অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার ন্যূনতম ১০০ জন কর্মকর্তা ভার্চুয়াল প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সহকারী মহাব্যবস্থাপক অনুষদ সদস্য সুপ্রভা সাঈদ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন