নেপালে বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জনের মৃত্যু

বণিক বার্তা ডেস্ক

নেপালে ভারি বৃষ্টিপাত, বন্যা ভূমিধসের ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় কর্মকর্তারা আরো জানান, এতে দেশটির পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্স।

নেপালের মায়াগদি জেলার জেলা প্রশাসক জিয়ান নাথ ধাকাল জানান, শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের ওই জেলায় বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। সেখানে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৩০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

তিনি বলছেন, সেখানে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ নিখোঁজদের উদ্ধারে মাত্র কাজ শুরু করতে পেরেছেন উদ্ধারকর্মীরা। হেলিকপ্টারে করে ৫০ জনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

এদিকে কিজকি জেলায় আরো সাতজনের মৃত্যু হয়েছে বলে পর্যটন শহর পোখারার এক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন। অপরদিকে পশ্চিমাঞ্চলীয় জাজারকোট জেলায় মারা গেছে আরো সাতজন।

কিশোর শ্রেষ্ঠ নামে জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা নিখোঁজ আটজনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

ভারত সীমান্ত ঘেঁষা কোশি নদী থেকে বিহার রাজ্যে প্রতি বছর বন্যা সৃষ্টি হয়। এবারো বিপত্সীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

প্রতি বছরই জুন থেকে সেপ্টেম্বরে নেপালে বন্যা ভূমিধসের ঘটনা ঘটে থাকে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন