আগস্টে এশিয়ার জন্য দাম বাড়াল সৌদি আরব

বণিক বার্তা ডেস্ক

সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি তেল কোম্পানি সৌদি আরামকো আগামী আগস্টের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের অফিশিয়াল ক্রুড প্রাইজিং (ওএসপি) ঘোষণা দিয়েছে। এতে এশিয়ার বাজারের জন্য জ্বালানি পণ্যটির বিক্রয় মূল্য ব্যারেলপ্রতি ডলারের বেশি বাড়িয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের জন্যও প্রায় সব গ্রেডের জ্বালানি তেলের ওএসপি বাড়িয়েছে সৌদি আরব। খবর রয়টার্স ইকোনমিক টাইমস।

আরামকোর এক সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি আরব আগস্টে এশিয়ার বাজারের জন্য দুবাই ওমান বেঞ্চমার্কের তুলনায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ডলার ২০ সেন্ট বাড়িয়ে ওএসপি নির্ধারণ করেছে।

প্রতি মাসের প্রথম সপ্তাহে সৌদি আরব সাধারণত অপরিশোধিত জ্বালানি তেলের ওএসপি প্রকাশ করে। বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক দেশটির নির্ধারিত ওএসপি ইরান, কুয়েত ইরাকের জ্বালানি তেলের দাম নির্ধারণের ওপর প্রভাব ফেলে। একই সঙ্গে এশিয়ায় আমদানীকৃত জ্বালানি পণ্যের বাজারের ওপরও এর প্রভাব রয়েছে। রয়টার্সের জরিপে জানানো হয়েছে, আরামকোর পণ্যটির ওএসপি বৃদ্ধি প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্কের ক্রমবর্ধমান বৃদ্ধি এশিয়ায় পণ্যটির পরিশোধন কার্যক্রম স্বাভাবিকে ফেরা এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে। যদিও খাতসংশ্লিষ্ট সূত্র বিশ্লেষকরা মনে করছেন, কোম্পানিটির ওএসপি বৃদ্ধিতে বিশ্ববাজারে সৌদি ব্যারেলের চাহিদা কমে যেতে পারে। এতে ভোক্তা দেশগুলো মজুদ থেকে পণ্যটির ব্যবহার বাড়াতে পারে, যা পরবর্তী সময়ে সার্বিকভাবে পণ্যটির মূল্যবৃদ্ধিতে ব্যাপক সহায়ক হবে বলে মনে করেন তারা।

নভেল করোনাভাইরাসের জেরে ধসে যাওয়া জ্বালানি তেলের বাজার চাঙ্গা করতে রেকর্ড উত্তোলন হ্রাসের চুক্তি হাতে নিয়েছে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) রাশিয়াসহ এর মিত্র দেশগুলো। এর আওতায় চলতি মাসসহ টানা তিন মাস ওপেক প্লাস জোট পণ্যটির উত্তোলন সম্মিলিতভাবে দৈনিক গড়ে ৯৭ লাখ ব্যারেল কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে অ্যাঙ্গোলা, ইরাক নাইজেরিয়া যথাযথভাবে চুক্তি না মানলেও জোটটি তাদের সরবরাহ কমানোর প্রতিশ্রুতির শতভাগ পূরণে সক্ষম হয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

গত মাসে ওপেকের অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন কমে গত তিন দশকের সর্বনিম্নে নেমেছে। জুনে ওপেকের ১৩টি সদস্য দেশ সম্মিলিতভাবে দৈনিক গড়ে কোটি ২৬ লাখ ৯০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে, আগের মাসের তুলনায় যা দৈনিক গড়ে ১৯ লাখ ২০ হাজার ব্যারেল কম ১৯৯১ সালের মে মাসের পর সর্বনিম্ন মাসভিত্তিক উত্তোলন। প্রতিবেদনটি প্রকাশের পর থেকে বেশির ভাগ দিন পণ্যটির দামে চাঙ্গা ভাব বজায় থাকতে দেখা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য আগামী আগস্টে প্রতি ব্যারেল আরব লাইট প্রিমিয়ামের ওএসপি আগের মাসের তুলনায় দশমিক ৩০ সেন্ট বাড়িয়ে নির্ধারণ করেছে আরামকো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন