পুলিশের ৩৮তম এসআই নিয়োগে সুপারিশ বঞ্চিতদের মানববন্ধন

বণিক বার্তা অনলাইন

পরবর্তী নিয়োগে ‘বিশেষ বিবেচনায়’ সুপারিশের দাবিতে দেশের ২৫ জেলায় একযোগে মানবন্ধন করেছে পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) নিয়োগ-২০১৯ এ সুপারিশ বঞ্চিত প্রার্থীরা।

গত বৃহস্পতিবার পুলিশের ৩টি রেঞ্জের নিয়োগপ্রার্থীরা একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এই তিন রেঞ্জের মধ্যে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার সুপারিশ বঞ্চিতরা রাজধানীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র)-২০১৯ এ মেধার ভিত্তিতে অতিসত্ত্বর শূন্যপদগুলো পূরণের দাবি জানান সুপারিশ বঞ্চিতরা। তারা করোনা পরিস্থিতির কারণে পরবর্তী নিয়োগে ২৭০০ সুপারিশ বঞ্চিতদের মধ্য থেকেই বিশেষ বিবেচনায় সুপারিশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানবিক আবেদন জানান।

এর আগে ৮টি রেঞ্জের ডিআইজির মাধ্যমে পুলিশ মহাপরিদর্শক বরাবর এবং ৬৪টি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বারকলিপি জমা দেন তারা। প্রেসক্লাবের সামনে মানববন্ধনে করোনাযুদ্ধে মারা যাওয়া পুলিশ সদস্যদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।

সুপারিশ বঞ্চিতদের পক্ষে শেখ আল-আমিন বলেন, করোনা পরিস্থিতিতে দেশের সব ধরনের সরকারি চাকরি পরীক্ষা স্থগিত থাকায় আমরা দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছি। আমাদের অনেকেরই বাংলাদেশ পুলিশের এসআই পদে আবেদনের বয়স শেষ। এই বছর নিয়োগ পরীক্ষা প্রায় অসম্ভব। তাই আমরা সুপারিশ বঞ্চিত দুই হাজার ৭০০ প্রার্থী হতে শূন্য পদগুলো পূরণ করার দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) নিয়োগ- ২০১৯ এ প্রায় সোয়া লাখ প্রার্থীদের মধ্যে শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চার হাজার ১২৫ জন প্রার্থী এবং এসব প্রার্থী পরবর্তীতে মৌখিক পরীক্ষায় নেন। সিলেকশন বোর্ড এক হাজার ৪০২ জনকে সাময়িকভাবে সুপারিশ করে। পরবর্তীতে তাদের মধ্য হতে ৯৫ জন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা ও ভেরিফিকেশন বাদ পড়ে যায়। ফলে সিলেকশন বোর্ডের চুড়ান্ত সুপারিশকৃতদের সংখ্যা দাঁড়ায় এক হাজার ৩০৭ জন; যা কিনা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কমসংখ্যক এসআই নিয়োগের সুপারিশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন