নেত্রকোনায় জটিল রোগে আক্রান্ত ৭১ জনকে চেক প্রদান

বণিক বার্তা প্রতিনিধি, নেত্রকোনা

নেত্রকোনায় ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ৭১ জনকে চিকিৎসা সহায়তার চেক দেয়া হয়েছে। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ আর্থিক সহায়তা দেয়া হয়। 

নেত্রকোনা জেলা সমাজসেবা কার্যালয়ে আজ শনিবার দুপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু প্রধান অতিথি হিসেবে জেলার ৪ উপজেলার রোগীর মাঝে এই চেক বিতরণ করেন। 

সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. আলাল  উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দিনা, সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মানিক প্রমুখ। 

সমাজসেবা অফিস থেকে জানানো হয়, গত চার মাসে নেত্রকোনার  ১০ উপজেলায় ৫১১ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের চিকিৎসার জন্য আড়াই কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন