মেঘনার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে পাউবো কর্মকর্তারা

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

মেঘনা নদীভাঙনের সংবাদ বণিক বার্তায় প্রকাশের পর জেলার হিজলা উপজেলার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গত বৃহস্পতিবার বিকালে ভাঙনকবলিত বাউশিয়া, বাহেরচর, উত্তর বাউশিয়া, পুরাতন হিজলা বন্দর, নদীভাঙনের মুখে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানসহ একাধিক এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশিদ।

পরিদর্শন শেষে প্রধান প্রকৌশলী হারুন অর রশিদ জানান, নদীভাঙন থেকে হিজলা উপজেলা রক্ষাবাঁধের জন্য আপত্কালীন থোক বরাদ্দ থেকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে। এছাড়া হিজলা উপজেলাকে ভাঙন থেকে রক্ষায় ৫০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, সোহেল তালুকদার, কার্য সহকারী মো. জহিরুল ইসলাম।

উল্লেখ্য, জেলার হিজলা উপজেলার মেঘনা, মুলাদী উপজেলার জয়ন্তী আড়িয়াল খাঁ নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে দুই উপজেলার একাধিক এলাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন