দেশে করোনায় মৃত্যুর ৮০ শতাংশই পুরুষ

নিজস্ব প্রতিবেদক

কভিড-১৯- আক্রান্ত হয়ে দেশে পর্যন্ত হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ হাজার ৭৯৯ নারী ৪৭৬ জন। সেই হিসেবে মারা যাওয়াদের ৭৯ দশমিক শূন্য শতাংশ পুরুষ এবং ২০ দশমিক ৯২ শতাংশ নারী।

কভিড-১৯- আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পুরুষ ২৯ নারী আটজন।

গতকাল বেলা আড়াইটায় কভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, সর্বশেষ নতুন করে করোনা শনাক্ত হয়েছেন হাজার ৯৪৯ জন। নিয়ে দেশে মোট শনাক্ত লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন হাজার ৮৬২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪০৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩৭৭টি, আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৮৮টি। নিয়ে মোট পরীক্ষা হলো লাখ ১৮ হাজার ২৭২টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন হাজার ৯৪৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৮৬ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৪৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার দশমিক ২৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের ২৩ জন হাসপাতালে এবং ১৪ জন বাড়িতে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৯৩ জন, আর ৭৬৮ জন আইসোলশন থেকে ছাড়া পেয়েছেন। ৩৪ হাজার ৯১৫ জন এখন পর্যন্ত আইসোলেশনে গিয়েছেন এবং ১৭ হাজার ৭২৩ জন ছাড়া পেয়েছেন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৭ হাজার ১৯২ জন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন হাজার ৬০০ জন আর লাখ ৮৯ হাজার ১৯১ জন এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন হাজার ১৬৯ জন আর এখন পর্যন্ত লাখ ২৫ হাজার ৬৪৪ জন। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৬৩ হাজার ৫৩৭ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন