এসিতে আরেকটি ফ্রি কিংবা নিশ্চিত ছাড়ের সময় বাড়াল মার্সেল

নিজস্ব প্রতিবেদক

একটি মার্সেল এয়ারকন্ডিশনার বা এসি কিনে আরেকটি এসি সম্পূর্ণ ফ্রি কিংবা নিশ্চিত ছাড়ের সময় বাড়ল। মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-- এসব সুবিধা মিলবে ৩১ জুলাই পর্যন্ত। রয়েছে ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে বিনা মূল্যে এসি ইনস্টল করে দিচ্ছে মার্সেল।

উল্লেখ্য, অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেয়ার লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল ফোন নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন গ্রাহক। কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে আরেকটি ফ্রি এসি অথবা নিশ্চিত ছাড় দেয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জানান, ১০০ শতাংশ ক্যাশব্যাক অথবা নিশ্চিত নগদ ছাড় সুবিধার পাশাপাশি চলছে এক্সচেঞ্জ অফার এর আওতায় সারা দেশে মার্সেল শোরুমের যেকোনো ব্র্র্যান্ডের পুরনো এসি জমা দিয়ে ক্রেতারা ২৫ শতাংশ ছাড়ে মার্সেলের নতুন এসি নিতে পারছেন। এরই মধ্যে অসংখ্য গ্রাহক তাদের পুরনো এসি বদলে মার্সেলের নতুন এসি কিনেছেন।   

এছাড়া মাত্র হাজার ৯০০ টাকা ডাউন পেমেন্টে এসি দিচ্ছে মার্সেল। রয়েছে ৩৬ মাসের সহজ কিস্তিসহ জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই সুবিধা। তবে এক্সচেঞ্জ কিস্তি সুবিধায় এসি কিনলে ডিজিটাল ক্যাম্পেইনের সুবিধা মিলবে না।

মার্সেল এসির প্রকৌশলীরা জানান, দেশে নিজস্ব কারখানায় উচ্চমান বজায় রেখে এসি তৈরি হচ্ছে। এসির মান উন্নয়ন ডিজাইন নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছেন দক্ষ মেধাবী আরঅ্যান্ডডি (গবেষণা উন্নয়ন) টিম। তারা মার্সেল এসিতে সংযুক্ত করছেন বিদ্যুৎসাশ্রয়ী সর্বাধুনিক প্রযুক্তি ফিচার। ফলে মার্সেল বাজারে ছেড়েছে দশমিক টন দুই টনের আইওটি বেজড ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী স্মার্ট, ইনভার্টার আয়োনাইজার প্রযুক্তির এসি। পাশাপাশি রয়েছে এক টনের সাশ্রয়ী মূল্যের স্প্লিট এসি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন