সাহেদকে খুঁজছে র‌্যাব-পুলিশ —স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাস চিকিৎসা নিয়ে প্রতারণায় অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের গ্রেফতারের বিষয়ে শিগগিরই তথ্য দিতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, তাকে ধরার জন্য অনুসন্ধান চলছে। র‌্যাব এবং পুলিশ উভয়েই খুঁজছে। আমরা মনে করি, শিগগিরই আমরা তথ্য দিতে পারব।

গতকাল রাজধানীর ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের কথা বলেন মন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, যত বড় ক্ষমতাবানই হোক না কেন, অপরাধ প্রমাণিত হলে সাহেদকে ছাড় দেয়ার প্রশ্নই আসে না।

জুলাই উত্তরায় রিজেন্ট হাসপাতালে র‌্যাবের অভিযানের সময় সাহেদ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তা জানিয়েছেন। মন্ত্রী বলেন, আমি ফোন দিয়ে তার হাসপাতালে রোগী ভর্তি করি, সেই সুবাধে আমাকে ফোন দিয়েছিলেন। বলেছিলেন, হাসপাতাল সিল করে দিচ্ছে। আমি বলেছি, আপনি নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করেছেন, এজন্য সিল করছে। বিনা কারণে তো সিল করে না।

তিনি বলেন, সে বলল, আমি তাহলে কী করব? আমি বললাম, হয় আপনি ফেস করেন, নতুবা কোর্টে গিয়ূে আপনার যদি কিছু বলার থাকে কোর্টে যান। এইটুকুই আমি বলেছি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তার সংসদ সদস্যকে ছাড় দেননি, তার দলীয় নেতাদেরকেও তিনি ছাড় দিচ্ছেন না। যার (শাহেদ) কথা বলেছেন, যদি প্রমাণিত হয়, তাকে ছাড় দেয়ার প্রশ্নই আসে না। সে যতই ক্ষমতাবান হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন