ঈদের তিন নাটকের নির্দেশনায় মিলন

ফিচার প্রতিবেদক

অভিনেতা আনিসুর রহমান মিলন অভিনয়ের পাশাপাশি এবার নির্দেশনা দিতে চলেছেন। আসন্ন ঈদে তার নির্দেশনায় তিনটি নাটক প্রচারিত হবে। নাটক তিনটি হচ্ছে মুনিরা মঞ্জিল (রচনা এজাজ মুন্না), গালিবের গপ্পো (রচনা মাসুম শাহরিয়ার) দুই মজনু (রচনা জাকির হোসেন উজ্জ্বল) মুনিরা মঞ্জিলে নাম ভূমিকায় অভিনয় করবেন মুনিরা মিঠু। এতে অভিনেত্রী জাকিয়া বারী মমও থাকবেন। গালিবের গপ্পো-তে শবনম ফারিয়া দুই মজনু নাটকে এক মজনু হিসেবে দেখা যাবে জাহিদ হাসানকে। প্রতিটি নাটকেই নির্দেশনার পাশাপাশি সেগুলোতে অভিনয়ও করবেন আনিসুর রহমান মিলন।

আজ কাল মুনিরা মঞ্জিল নাটকের শুটিং হওয়ার কথা। এদিকে ১০ জুলাই গালিবের গপ্পো এবং দুই মজনু নাটকের শুটিং হবে ২৫ ২৬ জুলাই। নাটক তিনটি যথাক্রমে এটিএন বাংলা, বৈশাখী টিভি আরটিভিতে প্রচারিত হবে।

আনিসুর রহমান মিলন বলেন, সত্যি বলতে বিগত বেশ কিছুদিন জীবনের প্রয়োজনেই কিছু কিছু নাটকে অভিনয় করতে হয়েছে আমাকে। গল্প, চরিত্র খুব বেশি ভালো না লাগার পরও কাজ করতে হয়েছে। একদম রিল্যাক্স হতেও পারছিলাম না। কিন্তু করোনার কারণে প্রায় চার মাস নিজের নির্দেশনা নিয়ে মনের মতো ভাবার সুযোগ ছিল। সেই ভাবনা থেকেই দর্শকের ভালো লাগার কথা বিবেচনা করে নাটক নির্মাণ করতে যাচ্ছি। আমার প্রচণ্ড আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি, প্রতিটি নাটকের গল্প সুন্দর।

এদিকে আনিসুর রহমান মিলন করোনার দীর্ঘ বিরতির পর সঞ্জিত সরকারের নির্দেশনায় চিটিং মাস্টার ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন