ভারতে পুলিশের গুলিতে সন্ত্রাসী বিকাশ দুবে নিহত

বণিক বার্তা ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে আট পুলিশ হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন সন্ত্রাসী বিকাশ দুবে এনকাউন্টারে নিহত হয়েছে। গতকাল সকালে ঘটনা ঘটেছে বলে কানপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর বিবিসি হিন্দুস্তান টাইমস।

পুলিশ কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি মন্দির থেকে বিকাশ দুবেকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে উত্তর প্রদেশে ফিরছিল পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) গাড়িবহর। তীব্র বৃষ্টিপাতের কারণে কানপুরের সাচেন্দি এলাকার পিচ্ছিল রাস্তায় বহরের একটি গাড়ি উল্টে যায়। ওই দুর্ঘটনার পরপরই বিকাশ এক পুলিশ সদস্যের অস্ত্র ছিনিয়ে নিয়ে কাছাকাছি একটি মাঠের মধ্যে লুকিয়ে পড়ে।

কানপুর পুলিশ এক বিবৃতিতে বলেছে, পুলিশ সদস্যরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেন। এরপর তাকে আত্মসমর্পণ করতে বলা হলেও সে তা করেনি। উল্টো পুলিশ সদস্যদের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে বিকাশ গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন