ফের কমতির দিকে জ্বালানি তেলের দাম

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে সর্বশেষ কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। আর আগে নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করেছে জ্বালানি পণ্যটির বাজার। যুক্তরাষ্ট্রে সম্প্রতি নভেল করোনাভাইরাস সংক্রমণ রেকর্ড বেড়েছে। সংক্রমণ ঠেকাতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে মানুষের চলাচলে নতুন করে সীমিত করার ঘোষণা দেয়া হয়েছে। এতে জ্বালানি তেলের চাহিদা ঘিরে সৃষ্টি হয়েছে নতুন উদ্বেগের, যা পণ্যটির দরপতনে প্রভাব ফেলেছে। খবর রয়টার্স অয়েলপ্রাইসডটকম।

সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজারে আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম আগের সপ্তাহের তুলনায় শতাংশ কমেছে। সময়ে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে শতাংশের বেশি। এদিকে সর্বশেষ কার্যদিবসে প্রতি ব্যারেল ব্রেন্টের গড় দাম দাঁড়িয়েছে ৪১ ডলার ৩৭ সেন্ট, আগের দিনের তুলনায় যা দশমিক ৬২ সেন্ট বা দশমিক ৪৬ শতাংশ কম। সময়ে আগের দিনের তুলনায় দশমিক ৭৩ সেন্ট বা দশমিক ৮৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৩৮ ডলার ৫৯ সেন্ট। আগের কার্যদিবসেও জ্বালানি পণ্যটির দাম কমতির দিকে ছিল।

অস্ট্রেলিয়াভিত্তিক ফরেন এক্সচেঞ্জ কোম্পানি এক্সিকর্পের প্রধান বাজার কৌশলবিদ স্টিফেন ইরেন বলেন, ওপেকের রেকর্ড উত্তোলন হ্রাস, যুক্তরাষ্ট্রের বাজারে সৌদি আরবের উল্লেখযোগ্য রফতানি হ্রাসের ঘটনাগুলোর জেরে খাতসংশ্লিষ্টরা ধারণা করছিলেন, চলতি বছরের শেষের দিকে পণ্যটির দামে চাঙ্গা ভাব বাড়তে পারে। তবে পুরো বিষয়টা নির্ভর করছে মহামারী পরিস্থিতির উন্নতি বা অবনতির ওপর। যুক্তরাষ্ট্রে ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পণ্যটির মজুদ বৃদ্ধির ফলে আগামী সপ্তাহগুলোতে দাম কমতির দিতে থাকবে বলেই মনে হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন