পূর্ণাঙ্গ এলপিজি নেটওয়ার্কের আওতায় ভারতের হিমাচল প্রদেশ

বণিক বার্তা ডেস্ক

ভারতের প্রথম রাজ্য হিসেবে পূর্ণাঙ্গ এলপিজি নেটওয়ার্কের আওতায় এসেছে হিমাচল প্রদেশ। এর অংশ হিসেবে পাহাড়ি রাজ্যটির লাখ ৭৬ হাজার ২৪৩ পরিবার ভারত সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাড়িতে বিনা মূল্যে এলপিজি সংযোগ পেয়েছেন। খবর ইকোনমিক টাইমস।

হিমাচল গৃহিণী সুবিধা যোজনা নামের প্রকল্পের আওতায় রাজ্যের এসব পরিবারে বিনা মূল্যে এলপিজি সংযোগ দেয়া হয়েছে বলে জানান রাজ্যটির মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। এরই মধ্যে হিমাচল প্রদেশের লাখ ৩৬ হাজার পরিবার প্রতিদিন সুবিধা সরাসরি ভোগ করতে পারছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম মেয়াদে ক্ষমতায় এসেই দেশজুড়ে এলপিজি গ্যাসের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। বিশেষত পরিবেশ দূষণ রোধ নারীদের স্বাস্থ্য সুরক্ষায় রান্নার কাজে প্রচলিত কাঠের খড়ির বিকল্প হিসেবে এলপিজি ব্যবহারে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়। এর অংশ হিসেবে এবারই প্রথম ভারতের কোনো রাজ্য পূর্ণাঙ্গ এলপিজি নেটওয়ার্কের আওতায় এল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন