উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ম্যানসিটি-জুভেন্টাস লড়াইয়ের সম্ভাবনা

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে পড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাকি রাউন্ডগুলোর খেলা আগামী মাসে শেষ করা হবে। এ লড়াই সামনে রেখে আজ শেষ আটের সূচিও ঘোষণা করা হলো। এতে ম্যানচেস্টার সিটি-জুভেন্টাস লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আবার জুভেন্টাসের মুখোমুখি হতে পারে রিয়াল মাদ্রিদও। অবশ্য শেষ আটের টিকিট নিশ্চিত করতে হবে জুভেন্টাসকেও। 

শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে দারুণভাবে এগিয়ে রয়েছে ম্যানসিটি। এখন ঘরের মাঠে দ্বিতীয় লেগে ন্যূনতম ড্র করতে পারলেই শেষ আটের টিকিট পাবে পেপ গার্দিওলার শিষ্যরা। দলটি কখনই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি।

রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে চেনেন বলেই দ্বিতীয় লেগের আগে বেশ সতর্ক ম্যানসিটি কোচ গার্দিওলা। তিনি বললেন, ‘আমাদের খেলতে হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে-প্রতিযোগিতার রাজা। কাজেই এ দেয়ালটি টপকানোর আগেই আমার যদি পরের রাউন্ড নিয়ে ভাবি, তবে ছিটকে যাব।’

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে পারে বার্সেলোনা। চেলসির মাঠে প্রথম লেগে বায়ার্ন জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। ইতালিয়ার দল ন্যাপোলির সঙ্গে প্রথম লেগ ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগ। 

বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে শেষ ষোলো থেকে বিদায় করে দেয়া স্প্যানিশ দল অ্যাতলেটিকো মাদ্রিদ শেষ আটে খেলবে জার্মান দল আরবি লিপজিগের সঙ্গে। এছাড়া সব ধরণের ফুটবলে টানা ১১ ম্যাচে অপরাজিত ইতালিয়ান দল আটালান্টা খেলবে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে। ঘরোয়া মৌসুম বাতিল হয়ে যাওয়ায় ১১ মার্চের পর খেলা হয়নি সেন্ট জার্মেইয়ের।

ফরাসি দল লিওঁর মাঠে প্রথম লেগটা ০-১ গোলে হেরে বসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। তুরিনে দ্বিতীয় লেগটা দুই গোলের ব্যবধানে জিতলে তারা পড়তে পারে ম্যানসিটি কিংবা রিয়ালের সামনে। 

মোট ১২ দিনের (১২-২৩ আগস্ট) মধ্যে পর্তুগালের লিসবন শহরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল সম্পন্ন হবে। তার আগে ৭ ও ৮ আগস্ট শেষ ষোলো সম্পন্ন হবে। শেষ ষোলোর বাকি লড়াইগুলো আগের সূচি অনুসারেই হবে। যেমন-সিটি, জুভেন্টাস, বায়ার্ন ও বার্সেলোনা খেলবে ঘরের মাঠে। 

সূত্র: বিবিসি ও মার্কা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন