বিপর্যস্ত আফগানিস্তানকে বিশ্বব্যাংকের অনুদান অনুমোদন

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে বিপর্যস্ত অর্থনীতির সহায়তায় আফগানিস্তানকে ২০ কোটি ডলারের অনুদান অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। আগে থেকেই সংঘাতপূর্ণ দেশটিতে এখন পর্যন্ত কভিড-১৯ আক্রান্ত ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। খবর এএফপি।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে জারীকৃত লকডাউন অর্থনীতির ওপর মারাত্মক আঘাত হেনেছে। চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছে দেশটির হাজারো মানুষ। তাছাড়া সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে ফের সংহিংসতা বৃদ্ধি পেয়েছে, যা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বিপাকে ফেলেছে কর্তৃপক্ষকে। অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশটিকে অনুদানের অনুমোদন দিল বিশ্বব্যাংক।

ব্যাংকটির আফগানিস্তানের প্রধান হেনরি কেরালি স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, মহামারীর প্রভাবে নিম্নগামী অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাসপ্রাপ্ত সরকারি রাজস্বের প্রেক্ষাপটে সহায়তা দেয়া হচ্ছে। আশা করা হচ্ছে, অনুদান পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত প্রায় ৩৫ হাজারে পৌঁছে গেছে। মারা গেছে প্রায় এক হাজার মানুষ। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল কাদির বলেন, শহরাঞ্চলে সংক্রমণ পরিস্থিতি স্থিতিশীল থাকলেও প্রত্যন্ত এলাকা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। কাদিরের মতে, বিশ্বব্যাংকের তহবিল দেশের স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি সামাজিক ব্যবসায়িক খাতকেও সহায়তা করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন