সাহেদকে যারা টকশোতে সুযোগ দিয়েছিলেন তাদেরও দায় আছে

নিজস্ব প্রতিবেদক

প্রতারণা ও ভুয়া করোনা রিপোর্ট দেয়ার অভিযোগে বন্ধ হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম টিভি টকশোকে প্রতারণার ঢাল হিসেবে ব্যবহার করতেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, সাহেদকে যারা টকশোতে সুযোগ দিয়েছিলেন তাদেরও দায় রয়েছে। কারণ সে টকশোকে প্রতারণার ঢাল হিসেবে ব্যবহার করতো। 

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরদানকালে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, সাহেদ প্রতারণার কাজে কখনো নিজেকে মেজর, কর্নেল, আওয়ামী নেতা বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এমন নানা পরিচয় দিয়েছেন যা সত্য নয়। আমরা তদন্ত করে দেখেছি, তিনি আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলেন না।

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, দুর্নীতিবাজদের পরিচয়-বর্ণ যাই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তারই অংশ হিসেবে সাহেদ ও এমন আরো প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন