ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেল মালয়েশিয়া এয়ারলাইনস

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-কুয়ালালামপুর রুটে কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে মালয়েশিয়া এয়ারলাইনস। সম্প্রতি ফ্লাইট পরিচালনার আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের এ অনুমতি দিল।

এ বিষয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের (বাংলাদেশ) জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) স্পিডি ইন্টারন্যাশনাল লিমিটেডের ভাইস চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বণিক বার্তাকে বলেন, মালয়েশিয়া এয়ারলাইনস ১৭ জুলাই থেকে ঢাকা-কুয়ালালামপুর ও কুয়ালালামপুর হয়ে বিভিন্ন গন্তব্যে কমার্শিয়াল ফ্লাইট পরিচালনার জন্য সিভিল অ্যাভিয়েশনে আবেদন করেছিল। এরই মধ্যে তাদের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে।

বেবিচক সূত্রে জানা গেছে, ফ্লাইট চালু হলেও আপাতত বাংলাদেশ থেকে মালয়েশিয়া এয়ারলাইনস কেবল ট্রানজিট যাত্রী, মালয়েশিয়ার নাগরিক, যারা মালয়েশিয়ার নাগরিক বিয়ে করেছেন, যারা সেকেন্ড হোম করেছেন, স্টুডেন্টস ও প্রফেশনাল ভিসায় যারা আছেন শুধু তারাই এই মুহূর্তে  ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশী প্রবাসী শ্রমিকরা এখনই মালয়েশিয়ায় যেতে ও দেশে ফেরার সুযোগ পাচ্ছেন না।

মালয়েশিয়া এয়ারলাইন্স যাত্রীদের সুবিধার জন্য কল সেন্টারের নম্বরে (+৮৮০১৮৪৪৫০৯১৮৫-১৮৯) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন