২৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো বিল অব এক্সপোর্ট দাখিল প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ ব্যাংক থেকে রফতানির ডাটা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে সরবরাহ না হওয়ায় গতকাল বৃহস্পতিবার বেলা ২টা থেকে থেকে বিল অব এক্সপোর্ট দাখিল করা যাচ্ছিল না । তবে আজ শুক্রবার বেলা ৩টা থেকে রফতানিকারকদের পক্ষ থেকে অনলাইনে বিল অব এক্সপোর্ট দাখিল পুনরায় শুরু হয়েছে । 

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বণিক বার্তাকে বলেন, বাংলাদেশ ব্যাংকের ডাটা না আসায় রফতানির চালানের পেপার ওয়ার্কে অসুবিধা তৈরি হয় । এর মধ্যে বাংলাদেশ ব্যাংক আজ সকালে আগের দিনের চালানগুলোর কিছু ডাটা ম্যানুয়ালি সরবরাহ করেছে। বেলা ৩টা থেকে রফতানির ডাটা ব্যাংক থেকে অনলাইনে আসতে থাকায় পুনরায় কার্যক্রম স্বাভাবিক হয়েছে ।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম জানান, বাংলাদেশ ব্যাংকের রফতানির ডাটা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। বৃহস্পতিবার দুপুর থেকে এটা না আসায় নিরবচ্ছিন্ন সেবায় বিঘ্ন ঘটেছিল । তবে বেলা ৩টা থেকে স্বাভাবিক হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন