২৩ জেলা বন্যাকবলিত আরো বাড়তে পারে —ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, দেশে ২৩ জেলা বন্যায় কবলিত হয়েছে। সংখ্যা ভবিষ্যতে আরো বাড়তে পারে। গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইন কনফারেন্সে সাংবাদিকদের তিনি কথা জানান।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বন্যাসহ যেকোনো দুর্যোগে সরকার জনগণের পাশে আছে। চাহিদা অনুযায়ী সারা দেশে ত্রাণসহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, টাঙ্গাইল, মাদারীপুর, শরীয়তপুর, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সুনামগঞ্জ ২০ জেলায় পর্যন্ত হাজার ২১০ টন চাল, কোটি ২২ লাখ ৫০ হাজার নগদ টাকা, ৪০ হাজার শুকনো অন্যান্য খাবারের প্যাকেট গো-খাদ্য ক্রয়ের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

ডা. মো. এনামুর রহমান বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে যেন ত্রাণকার্য চালানো যায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে আশ্রয় কেন্দ্রে অবস্থান করা যায় সেজন্য স্কুল, কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন ইত্যাদি সামগ্রী সরবরাহের ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন