হেলদি বাংলাদেশ, পিপিআরসি ও ইউএনডিপির উদ্যোগ

পিপিই পেল বগুড়া ও মোংলা পোর্ট পৌর পরিচ্ছন্নতাকর্মীরা

মাল্টি-সেক্টরাল সিভিক প্লাটফর্ম হেলদি বাংলাদেশ, গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি এবং ইউএনডিপি যৌথ উদ্যোগে বাংলাদেশের ১৬টি পৌরসভা একটি সিটি করপোরেশনের প্রায় তিন হাজার পৌর পরিচ্ছন্নতা কর্মীর ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) সহায়তা প্রদানের জন্য কাজ করছে। পদক্ষেপটি হেলদি বাংলাদেশের ক্লিন সিটিস উদ্যোগের অংশ, যা গত ২৫ জুন মৌলভীবাজার পৌরসভায় চালু হয়েছিল।

উদ্যোগের অংশ হিসেবে গতকাল বগুড়া মোংলা পোর্ট পৌরসভায় পিপিই বিতরণ করা হয়। উপলক্ষে আয়োজিত পঞ্চম ভার্চুয়াল সেশনে হেলদি বাংলাদেশের আহ্বায়ক . হোসেন জিল্লুর রহমান পিপিই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান, মোংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলী, বাংলাদেশের ইউএনডিপির হেড অব পভার্টি অ্যান্ড আরবানাইজেশন আশেকুর রহমান, সাবেক স্বাস্থ্য সচিব এমএম নাসির উদ্দিন, ব্র্যাকের মোস্তাক চৌধুরী, এভারেস্ট বিজয়ী এমএ মুহিত প্রমুখ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন