২০ শতাংশ উচ্চপদস্থ কর্মকর্তা ছাঁটাইয়ের পথে লুফথানসা

বণিক বার্তা ডেস্ক

পুনর্গঠনমূলক পরিকল্পনার অংশ হিসেবে নেতৃত্বস্থানীয় ২০ শতাংশ এবং এক হাজার প্রশাসনিক কর্মী ছাঁটাই করবে লুফথানসা। নভেল করোনাভাইরাস মহামারীর ধকল কাটাতে মঙ্গলবার ঘোষণা দেয় জার্মানির বৃহত্তম উড়োজাহাজ সংস্থাটি। খবর রয়টার্স।

লাখ ৩৮ হাজার কর্মী বাহিনীর লুফথানসা গ্রুপ বলছে, নতুন উড়োজাহাজ নির্মাণে বিনিয়োগ অর্ধেক কমিয়ে আনবে। তবে উড়োজাহাজ সংস্থাটি আরো বলছে, ২০২৩ সাল নাগাদ ৮০টি নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করবে তারা।

নভেল করোনাভাইরাস মহামারীর কারণে ভ্রমণ খাত সংকুচিত হয়ে পড়ায় গত মাসে বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে রক্ষা পেতে সরকারের ৯০০ কোটি ইউরোর বেইলআউট সমর্থন দিয়েছে শেয়ারহোল্ডাররা।

মঙ্গলবার লুফথানসা জানায়, অতিরিক্ত সুদের ভার কমাতে এবং সরকারি ঋণ শেয়ার কমানোর চেষ্টা করছে তারা। উড়োজাহাজ সংস্থাটি তাদের ২২ হাজার পূর্ণকালীন কর্মীর কোনো প্রয়োজন দেখছে না। তবে তারা জোর করে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি এড়ানোর চেষ্টা করছে বলে জানায় লুফথানসা।

কর্মী ছাঁটাই পরিকল্পনা নিয়ে শ্রমিক ইউনিয়নের সঙ্গে চুক্তিতে পৌঁছার চেষ্টা করছে বলে জানায় লুফথানসা। তবে এখন পর্যন্ত মাত্র কেবিন ক্রুদের প্রতিনিধিত্বশীল ইউএফও ইউনিয়নের সম্মতি আদায় করতে পেরেছে তারা। এখনো পাইলট গ্রাউন্ড স্টাফদের প্রতিনিধিত্বশীল শ্রমিক ইউনিয়নগুলোর সমর্থন আদায়ের জন্য আলোচনা চালাচ্ছে উড়োজাহাজ সংস্থাটি।

গত এপ্রিলে লুফথানসা জানিয়েছিল বহরের ৭৬০টি উড়োজাহাজের মধ্যে ১০০টি বাদ দেবে তারা এবং বাজেট ক্যারিয়ার জার্মানউইংসের কার্যক্রম স্থগিত করবে। মঙ্গলবার উড়োজাহাজ সংস্থাটি জানায়, তারা এরই মধ্যে ২২টি উড়োজাহাজের কার্যক্রম বন্ধ করেছে, যার মধ্যে রয়েছে ছয়টি এয়ারবাস এ৩৮০, ১১টি এয়ারবাস এ৩২০ পাঁচটি বোয়িং ৭৪৭-৪০০।  

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন