বর্ধিত বেতনের হিসাবেই ‘ঈদ বোনাস’ দেয়ার নির্দেশনা

এবছর ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ১ আগস্ট ধরে সরকারি চাকরিজীবীদের জুলাই/২০২০ এর বার্ষিক বর্ধিত বেতন হিসাব ধরেই উৎসব ভাতা বা ঈদ বোনাস দেয়ার নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। 

আজ বুধবার অর্থ বিভাগের প্রবিধি-১ অধিশাখা থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তীতে যদি ঈদ ৩১ জুলাই অনুষ্ঠিত হয় তকাহলে পরবর্তী মাসের বেতন বা পেনশনের সঙ্গে তা সমন্বয় করা যেতে পারে বলে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয় মতামত দিয়েছে। অর্থ বিভাগও এই প্রস্তাবনার সঙ্গে একমত।

নিয়ম অনুযায়ী উৎসবের আগের মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সরকারি চাকরিজীবীরা উৎসবভাতা হিসেবে পেয়ে থাকেন। আর প্রতিবছর বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হয় জুলাই মাসে। তাই ঈদ ৩১ জুলাই অনুষ্ঠিত হলে বোনাস হবে জুন মাসের মূল বেতন হিসাবে, আর ১ আগস্ট অনুষ্ঠিত হলে বোনাস হবে জুলাই মাসের মূল বেতনের হিসাবে। 

এ নিয়ে জটিলতায় পড়েছিল হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। জটিলতা কাটাতে এমন সিদ্ধান্ত নেয়ার পক্ষে মত দেয় সিজিএ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন