আবু হেনা মোস্তফা কামালের প্রতিরক্ষা সচিব হিসেবে যোগদান

. মো. আবু হেনা মোস্তফা কামাল গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন। মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি তার কর্মজীবনে শিল্প মন্ত্রণালয়, স্পেশাল অ্যাফেয়ার্স বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, মন্ত্রীর একান্ত সচিবসহ বিভিন্ন ক্যাপাসিটিতে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইমপ্রুভমেন্ট প্রজেক্টে প্রকল্প পরিচালক; বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

গতকাল সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক, . মো. মাহামুদ-উল-হক, মো. সফিকুল আহম্মদ যুগ্ম সচিব (পূর্ত উন্নয়ন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজ আলম। পরে তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি পরিপালন পূর্বক বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় অংশগ্রহণ করেন।

ব্যক্তিজীবনে . মো. আবু হেনা মোস্তফা কামাল বিবাহিত এবং এক ছেলে এক মেয়ের জনক। আইএসপিআর

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন