পদ্মায় নৌকা ডুবে চার শ্রমিক নিখোঁজ

বণিক বার্তা প্রতিনিধি কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় চার শ্রমিক নিখোঁজ হয়েছেন। ঘটনায় আরো নয়জন শ্রমিক সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও অন্য চারজন পানির প্রবল তোড়ে ভেসে নিখোঁজ হন। গতকাল সকালে পাবনা জেলার শেষে সীমানাসংলগ্ন কুষ্টিয়ার কুমারখালীর চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টার দিকে ১৩ জন শ্রমিকসহ ইঞ্জিনচালিত একটি নৌকা পদ্মা নদী পাড়ি দিয়ে কুমারখালী অভিমুখে আসছিল। সময় বৈরী আবহাওয়া এবং প্রবল ঢেউ স্রোতের টানে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ১৩ জন শ্রমিকের মধ্যে নয়জন সাঁতার কেটে প্রাণ রক্ষা করতে সক্ষম হলেও বাকি চারজন পানির তোড়ে ভেসে নিখোঁজ হন। খবর পেয়ে পাবনা কুমারখালী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তবে ভরা বর্ষায় নদীতে প্রচণ্ড ঢেউ তীব্র স্রোতে উদ্ধার তত্পরতা ব্যাহত হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ শ্রমিকরা ভেসে দূরবর্তী কোথাও চলে গেছে বলে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা প্রাথমিকভাবে ধারণা করছেন।

কুষ্টিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার তত্পরতা চলছে। খুলনা থেকে ডুবুরি দল পৌঁছানোর পর সমন্বিতভাবে জোর উদ্ধারকাজ শুরু হবে।

কুমারখালী উপজেলার নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, নিখোঁজদের উদ্ধারের বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কুমারখালী পাবনার ফায়ার সার্ভিস টিমসহ রাজশাহীর ডুবুরি দল এসে উদ্ধার তত্পরতা চালাচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন